দেশ তথা জাতির উন্নয়নে কর্মীদের সদার্থক ভূমিকা পালনের লক্ষ্যে মালদায় জামাআতে ইসলামী হিন্দের কর্মী প্রশিক্ষন শিবির
২০/০৮/২০২৩ : দেশ তথা জাতি উন্নয়নের ক্ষেত্রে দক্ষ কারিগর তৈরীর লক্ষ্যে কর্মীদের নিয়ে এক দিবসীয় কর্মী প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল জামাআতে ইসলামী হিন্দ মালদা জেলা। জেলার ওল্ড মালদা ব্লকাবস্থিত ওসমানিয়া হাই মাদ্রাসায় আয়জিত এই প্রশিক্ষণ শিবিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সামাজিক সুবিচার ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন দেশ গঠনের লক্ষ্যে ২০২৩ – ২০২৭ এই চতুর্বর্ষে জামাআতে ইসলামী হিন্দ কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ে যা পরিকল্পনা ও কর্মসূচি গ্রহন করেছে তা সংগঠণের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাখ্যা করায় ছিল আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্য।
আজকের এই প্রশিক্ষন শিবিরে উপস্থিত জামা’আতে ইসলামী হিন্দের রাজ্য সম্পাদক তথা বিভিন্ন গ্রন্থের প্রণেতা জানাব আলী নাসীম সাহেব বলেন, ” বর্তমানে দেশে সাম্প্রদায়িক আগ্রাসন, ধর্মীয় গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, ইসলাম ও মুসলিম সম্পর্কে বিভ্রান্তি ও ভুল ধারণার প্রচার আজ চরম আকার ধারন করেছে যার ফলে দেশে – বিদেশ তথা সমাজে ইসলামোফোবিয়ার জন্ম দিয়েছে। এহেন পরিস্থিতিতে জামাআত দেশের জনমতকে প্রকৃত ইসলামের পক্ষে পরিবর্তন করার প্রচেষ্টা চালাবে।”
যেকোনো দেশের মানবসম্পদ একটি গুরুত্বপূর্ণ অংশ ও তার উন্নয়নই দেশকে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারে। এই প্রসঙ্গে জামাআত তার কর্মীদের যোগ্যতা অনুযায়ী ব্যাক্তিত্বের মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের কর্মসূচি গ্রহন করবে বলে জানান জামাআত ইসলামী হিন্দের রাজ্য সম্পাদক নুরুল ইসলাম ইঞ্জিনিয়ার সাহেব।
এছাড়াও অমুসলিম ভাইদের নিকট ইসলামের দাওয়াত পেশ, সমাজকল্যাণ ও কর্মীদের মানোন্নয়নের বিষয়ে জেলার কর্মসূচিসহ আরও অন্যান্য কর্মসূচি যথাক্রমে বর্ননা করেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জার্জিস আলী, নুরুল ইসলাম মাজিদি, রিজওয়ানুল হক, আজমাল হক সহ অন্যান্য সম্পাদক মন্ডলীর সদস্যগন।
আজকের প্রোগামের লক্ষ্য-উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে সংগঠণের জেলা সভাপতি সেরাজুল ইসলাম বলেন, “উন্নত দেশ ও সমাজ গঠনের জন্য জামাআত শুরুর দিক থেকেই গঠনমূলক কাজ করে আসছে এবং আগামীতে আরো গুরুত্ব দিয়ে কাজ করার জন্যই মূলত কর্মী-সমর্থকদের নিয়ে আজকের এই প্রশিক্ষন শিবির”। আগামীদিনে জেলায় সমাজসেবা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক বহুমুখী কাজ পরিচালনা করতে একটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে আজকের এই ওরিয়েন্টেশন ক্যাম্প বলে মন্তব্য করেন সংগঠনের সহ-সভাপতি জানাব আবু বাক্কার সিদ্দিক সাহেব।
