iftar-get-together-by-jihwb

জামাআতের উদ্যোগে বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের নিয়ে ইফতার গেট টুগেদার।

জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ হালকার উদ্যোগে কলকাতার আব্দুল ফাত্তাহ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ইফতার গেট টুগেদার। গেট টুগেদারে রাজ্যের পরিস্থিতি ও আমাদের করণীয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করেন জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের আমীরে হালকা মাওলানা আব্দুর রফিক সাহেব। সংক্ষিপ্ত সময়ের এই আলোচনা ও ইফতারে অনেকেই অংশগ্রহণ করেন। আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: সাইদুর রহমান, অধ্যাপক রবিউল ইসলাম, অধ্যাপক রিয়াজ আহমেদ,
সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাবির আহমেদ, আমানত ফাউন্ডেশনের কর্ণধার শাহ আলম, বিশিষ্ট আইনজীবী আনিসুর রহমান, ডকুমেন্টরি ফ্লিম মেকার মজিবুর রহমান, বাঙ্গুর হাসপাতালের নিউরো বিভাগের ডা: আহাদুল ইসলাম, নীলরতন সরকার মেডিক্যাল কলেজের ডা: আব্দুল হাদী, ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজের ডা: নিয়াজউদ্দিন আহমেদ, ডা: তানভীর আহমেদ, অধ্যাপক সাজ্জাদ হোসেন, অধ্যাপক গোলাম সারোয়ারদী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী কামরুদ্দিন মল্লিক, ছাত্র সংগঠন এস.আই.ওর জনসংযোগ সম্পাদক ইমরান হোসেন, শিক্ষা বিভাগের সম্পাদক সায়ীদ আল মামুন, জামাআতের রাজ্য সেক্রেটারি হালকা মসিউর রহমান সহ সম্পাদকমণ্ডলীর সদস্য সাদাব মাসুম, আব্দুল আজিজ, সুজাউদ্দিন আহমেদ, এস.নওয়াজ, সাবির আলি প্রমুখ।

আরো পড়ুন

কার্যকলাপ

বিস্তারিত পড়ুন

পলিসি

বিস্তারিত পড়ুন

রেজুলেশন

বিস্তারিত পড়ুন

আরো পড়ুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানালেন জামাআতে ইসলামী হিন্দের সর্বভারতীয় সভাপতি সাইয়েদ সা’দাতুল্লাহ হোসায়েনি। দীর্ঘ ১৫ মাস পর হামাসের সঙ্গে ইসরাইলের চুক্তি প্রসঙ্গে

দেশ তথা জাতির উন্নয়নে কর্মীদের সদার্থক ভূমিকা পালনের লক্ষ্যে মালদায় জামাআতে ইসলামী হিন্দের কর্মী প্রশিক্ষন শিবির ২০/০৮/২০২৩ : দেশ তথা জাতি উন্নয়নের ক্ষেত্রে দক্ষ

Ref: jihwb-med/23 Date: 09/07/23   প্রেস বিজ্ঞপ্তি   রাজ্যজুড়ে সহিংসতা রুখতে প্রশাসনকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জামাআতের।   পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে