আমাদের লক্ষ্য-উদ্দেশ্য এবং কর্মপদ্ধতি
লক্ষ্য-উদ্দেশ্য

আমাদের লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছে — ‘ ইকামতে দ্বীন ‘ অর্থাৎ দ্বীনের প্রতিষ্ঠা। ‘ ইকামতে দ্বীন ‘ পরিভাষাটির আক্ষরিক অর্থ হচ্ছে – ইসলামী জীবন পদ্ধতির মূলনীতি তুলে ধরা – যা প্রত্যেক মুসলিমের আবশ্যিক দায়িত্ব ও কর্তব্য। আমরা স্রষ্টার বাণী (দ্বীন) সকল মানুষের সামনে তুলে ধরতে চাই এবং জনগণকে আহ্বান জানাই যেন তারা তাদের ব্যক্তিগত ও সামষ্টিক জীবনসহ সকল ক্ষেত্রে দ্বীনকে জীবনের মূল চালিকাশক্তি, পাথেয় হিসাবে গ্রহণ করেন। এসকল কাজের একমাত্র উদ্দেশ্য হচ্ছে স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা এবং আখিরাতের সাফল্য অর্জন করা।
কর্মপদ্ধতি

- জামাআতের সকল কাজের মূল উৎস হবে - কুরআন ও সুন্নাহ। কাজের ক্ষেত্রে অন্যান্য সকল বিষয়াদিকে গৌণ হিসাবে দেখা হবে। প্রয়োজনের তাগিদে অন্যান্য বিষয়কে কুরআন ও সুন্নাহর আলোকেই অন্তর্ভুক্ত করা হবে। জামাআত তার সকল কার্যাবলী নৈতিক সীমার মধ্যে অবস্থান করবে। উপরন্তু জামাআত কখনও সততা ও বিশ্বস্ততা বিরোধী অথবা সাম্প্রদায়িক ঘৃণা-বিদ্বেষ, শ্রেণি-সংগ্রাম ও ' ফাসাদাত ফিল আরজ ' , সামাজিক বিশৃঙ্খলা, অনৈক্য, অরাজকতা, দুর্নীতি ও জমিনে অনিষ্টতা সৃষ্টি হবে না।
- জামাআত তার সাংগঠনিক লক্ষ্য-উদ্দেশ্য অর্জনের জন্য গঠনমূলক ও শান্তিপূর্ণ পদ্ধতি অবলম্বন করবে। অর্থাৎ ইসলামের প্রচার-প্রসার, ইসলামী চিন্তা-চেতনার বিকীর্ণতা ও দিকনির্দেশনার মাধ্যমে জনগণের মন মানসিকতা, দৃষ্টিভঙ্গি চরিত্র ও আচরণের সংশোধনের চেষ্টা করবে। এ ভাবে দেশের সমাজ জীবনে প্রত্যাশিত সৎ ও সঠিক বিপ্লবের দিকে জনমত গঠনের চেষ্টা করবে।
আরো পড়ুন


আমাদের দর্শন
বিস্তারিত পড়ুন

কার্যকলাপ
বিস্তারিত পড়ুন

পলিসি
বিস্তারিত পড়ুন

রেজুলেশন
বিস্তারিত পড়ুন