দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ ১ ও ২, বিষ্ণুপুর ২ এবং ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের যৌথ উদ্যোগে ব্লক সম্মেলন

আলহামদুলিল্লাহ, জামাআতে ইসলামী হিন্দ, দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ ১ ও ২, বিষ্ণুপুর ২ এবং ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের যৌথ উদ্যোগে ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের অন্তর্গত কলাগাছিয়া মুকামে ১২,১৩ নভেম্বর ২০২২ “এসো কোরআনের দিকে” শিরোনামে এক ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয়ে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে হালকা মুহতারাম মাওলানা আব্দুর রফিক সাহেব অন্যান্য রাজ্য প্রতিনিধিদের মধ্যে দুই প্রাক্তন আমীরে হালকা রহমত আলী খান সাহেব ও মুহাম্মদ নূরুদ্দীন সাহেব এছাড়াও মাওলানা তাহেরুল হক, মাওলানা এ এফ এম খালিদ, জনাব নাসিম আলি, জনাব সাদাম মাসুম, দক্ষিণ বঙ্গ রাজ্য সহ-সম্পাদিকা মুহতারামা মঞ্জুরা খাতুন, মাওলানা শামসুল আলম মোল্লা উপস্থিত ছিলেন। জেলা নাযীম সানোয়ার আলি পৈলান, সহকারী জেলা নাযীম মাহতাব উদ্দিন লস্কর অন্যান্য জেলা প্রতিনিধিদের মধ্যে জনাব আবুল হাসান, জনাব আলতাফ হোসেন লস্কর, জনাব সেখ হাসিবুর রহমান, জেলা নাযীমা লিলুফা হোসাইনা, সহকারি জেলা নাযীমা মমতাজ বেগম, সেখ রাজিব আলী, সেখ জামশেদ আলী, মুহাম্মদ মহসিন প্রাক্তন জেলা নাযীম জনাব ডা: সিরাজুল ইসলাম ও জনাব সেখ বদরুদ্দোজা প্রমুখ উপস্থিত ছিলেন। দুই দিনের এই সম্মেলনে প্রায় দেড় হাজার ডেলিগেট অংশ গ্রহণ করেন, এদের মধ্যে মহিলা ডেলিগেটদের উপস্থিতি উল্লেখ করার মতো।
উল্লেখ থাকে যে ১২ তারিখ প্রথম দিন বিকেল ৪টে থেকে রাত ৮:৩০মি: পর্যন্ত “বর্তমান সামাজিক অবক্ষয় ও উত্তরণের উপায়” শিরোনামে একটি প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। উপরে উল্লেখিত রাজ্য ও জেলা প্রতিনিধি ছাড়াও পুবের কলম পত্রিকার সম্পাদক জনাব আহমদ হাসান ইমরান, জনাব মাওলানা ইলিয়াস সাহেব স্থানীয় মসজিদের ইমাম হাফেজ কারী জনাব মাহবুবুর রহমান, বিভিন্ন মসজিদের ইমাম ও উলামা সমাজসেবী এই প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন। সম্মেলনকে সামনে রেখে প্রকাশ্য সমাবেশে আমীরে হালকা সহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে “আলোক বর্তিকা” শিরোনামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।
এই সম্মেলনকে কেন্দ্র করে আয়োজক চারটি ব্লক ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্লক নাযীমসহ ডেলিগেট ভাই ও বোনেরা অংশগ্রহণ করেন, যার ফলে সম্মেলনটি একটি জেলা সম্মেলনের মতো রূপ নেয়।
এই সম্মেলন উপলক্ষে প্রত্যেকটি হালকা মোকামে ব্যাপক সাড়া পড়ে। চারটি ব্লকের ব্লক নাযীম সেখ সাইফুদ্দিন, মোহাম্মদ আলতাফ হোসেন, সেখ সাজ্জাত আলী এবং নাসির উদ্দিন মোল্লার অক্লান্ত পরিশ্রম ও প্রয়াস এবং জামাআত কর্মী ও সমর্থকদেরও অক্লান্ত পরিশ্রমের ফলে হামদুলিল্লাহ প্রোগ্রামটি সর্বাত্মক সফল হয়।
সম্মেলনের কনভেনার ও নাযীমে ইজতেমার দায়িত্ব পালন করেন নাসির উদ্দিন মোল্লা।

আরো পড়ুন

কার্যকলাপ

বিস্তারিত পড়ুন

পলিসি

বিস্তারিত পড়ুন

রেজুলেশন

বিস্তারিত পড়ুন

আরো পড়ুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানালেন জামাআতে ইসলামী হিন্দের সর্বভারতীয় সভাপতি সাইয়েদ সা’দাতুল্লাহ হোসায়েনি। দীর্ঘ ১৫ মাস পর হামাসের সঙ্গে ইসরাইলের চুক্তি প্রসঙ্গে

দেশ তথা জাতির উন্নয়নে কর্মীদের সদার্থক ভূমিকা পালনের লক্ষ্যে মালদায় জামাআতে ইসলামী হিন্দের কর্মী প্রশিক্ষন শিবির ২০/০৮/২০২৩ : দেশ তথা জাতি উন্নয়নের ক্ষেত্রে দক্ষ

Ref: jihwb-med/23 Date: 09/07/23   প্রেস বিজ্ঞপ্তি   রাজ্যজুড়ে সহিংসতা রুখতে প্রশাসনকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জামাআতের।   পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে