Ref: jihwb-med/23
Date: 09/07/23
প্রেস বিজ্ঞপ্তি
রাজ্যজুড়ে সহিংসতা রুখতে প্রশাসনকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জামাআতের।
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে সহিংসতার পরিবেশ তৈরি হয়েছে। এখন পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে অনেকেই নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। রাজ্যজুড়ে এই সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের আমীরে হালকা ডা: মসিহুর রহমান সাহেব। তিনি এক বিবৃতিতে বলেন, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যে ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা রাজ্যজুড়ে হয়েছে তা লজ্জাজনক ও নিন্দনীয়। এক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা হতাশাজনক।
আমীরে হালকা ডা: মসিহুর রহমান সাহেব আরো বলেন, পঞ্চায়েত নির্বাচন ঘোষিত হওয়ার পর থেকে বিভিন্নভাবে সংঘর্ষ ও আক্রমণ পাল্টা আক্রমণের ঘটনা প্রতিনিয়ত হয়েছে। বিভিন্ন মহল থেকে নির্বাচনের সময় যথোপযুক্ত নিরাপত্তার দাবি করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুসারে নির্বাচনের দিনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট পরিচালনার কথা বলা হয়েছে। অথচ নির্বাচন কমিশন এই বিষয়গুলোকে অগ্রাহ্য করে সাধারণ ভোটারদের নিরাপত্তাহীনতার সম্মুখীন করে ভোট পরিচালনা করেছে।
তিনি আরো বলেন, সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী রাজ্য জুড়ে যেভাবে সহিংসতা, হত্যালীলা ও কোথাও কোথাও ছাপ্পা ভোট হয়েছে তা গণতন্ত্রের জন্য লজ্জা। নির্বাচন কমিশন এর দায় এড়াতে পারে না। পুলিশ-প্রশাসনকে দিয়ে নিরপেক্ষ ও সহিংসতা মুক্ত নির্বাচন করা সম্ভবপর নয়। এই বিষয়ে নির্বাচন কমিশনকে আরো বেশি সদর্থক ও নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হতো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্য সরকারের এই বিষয়ে সক্রিয়ও হওয়ার প্রয়োজন ছিল।
আমীরে হালকা ডা: মসিহুর রহমান সাহেব আরো বলেন, ভোট পরবর্তী হিংসা রুখতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। যে সমস্ত এলাকায় সহিংসতা ঘটেছে সে সমস্ত এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে। ঘরহীন মানুষদের ঘরে ফেরানোর ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন, নির্বাচনের সহিংসতার কারণে যে সমস্ত মানুষ নিহত ও আহত হয়েছেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাদের পরিবার-পরিজনদের নিরাপত্তা দান করতে হবে। এই ঘটনার সঙ্গে যারা দোষী তাদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে।
আমীরে হালকা ডা: মসিহুর রহমান সাহেব দলমত নির্বিশেষে সমস্ত রাজ্যবাসীর কাছে শান্তির শৃঙ্খলা রক্ষার আবেদন জানিয়েছেন। তিনি রাজ্য সরকার ও প্রশাসনের কাছে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করেছেন।
ধন্যবাদান্তে
মিডিয়া বিভাগ
জামাআতে ইসলামী হিন্দ
পশ্চিমবঙ্গ।