পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের কয়েকটি জেলাকে বিভক্ত করে নতুন ৭টি জেলা গঠনের ঘোষণা দিয়েছেন। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে নানা প্রতিক্রিয়া সমাজ মাধ্যমে চর্চিত হচ্ছে। প্রশাসনিক কাজের সুবিধার জন্য জেলা পুনর্গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জামাআতে ইসলামী হিন্দের প্রাদেশিক সংগঠন। সংবাদ মাধ্যমকে দেয়া এক বিবৃতিতে জামাআতের রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক বলেন, মুখ্যমন্ত্রীর এই ঘোষণা সংশ্লিষ্ট জেলার অধিবাসীদের সুযোগ-সুবিধাকে মাথায় রেখে বাস্তবায়িত করতে হবে। অধিবাসীদের বক্তব্য শুনতে হবে। তাদের মনে কোনো বিভ্রান্তির উদ্ভব হলে সেই বিষয়কে এড়িয়ে না যাওয়াই উত্তম হবে।
মুর্শিদাবাদ জেলা ও নদীয়া জেলাকে বিভক্ত করে যে নতুন জেলাগুলির নামকরণ ও এলাকা চিহ্ণিত করা হচ্ছে, সেই বিষয়ে আব্দুর রফিক সাহেব বলেন, মুর্শিদাবাদ জেলাকে উত্তর ও দক্ষিণ এই নামে ভাগ করা যেতে পারে। অনুরূপভাবে নদীয়া জেলাকে উত্তর ও দক্ষিণ নদীয়ায় বিভক্ত করা যেতে পারে। রানাঘাট নামকরণ না করাই ভালো হবে। যদি মুর্শিদাবাদ জেলা ভেঙে তিনটে করতেই হয় তাহলে ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মুর্শিদাবাদ এলাকাটি মুর্শিদাবাদ জেলার নামাঙ্কিত মানচিত্রে অন্তর্ভুক্ত হোক — সেই দাবী তিনি করেন।
মিডিয়া বিভাগ
জামাআতে ইসলামী হিন্দ
পশ্চিমবঙ্গ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানালেন জামাআতে ইসলামী হিন্দের সর্বভারতীয় সভাপতি সাইয়েদ সা’দাতুল্লাহ হোসায়েনি। দীর্ঘ ১৫ মাস পর হামাসের সঙ্গে ইসরাইলের চুক্তি প্রসঙ্গে



