বিলকিস বানুর ধর্ষণকারী ও তার পরিবারের ৭ সদস্যকে হত্যা যারা করেছিল, তাদের গুজরাট সরকার মুক্তি দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জামাআতে ইসলামী হিন্দের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মাদ সেলিম গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “বিলকিস বানুর গণধর্ষণ মামলায় এবং হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মুক্তি নিশ্চিত করাতে গুজরাট সরকারের ভূমিকায় তার পরিবারের সঙ্গে আমরাও হতাশা বোধ করছি। যদি সাজাপ্রাপ্তদের রাজ্য সরকার ক্ষমার নীতি অবলম্বন করে নিজেদের পছন্দের লোকদের জেল থেকে ছেড়ে দিয়ে থাকে, এতে বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হবে। সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা বিনষ্ট হয়ে যাবে। ন্যায়বিচার সবার জন্য আইনের অনুশাসনের নীতির প্রতি মানুষের সকল ভরসার মধ্যে এটি একটি ভরসার স্থল। সেটা ক্ষতিগ্রস্ত হবে। যদি এভাবে ক্ষমার নীতি অবলম্বন করা হয় তাহলে গণতন্ত্র দুর্বল হবে। এতে অপরাধ জগতের পেশাজীবীরা এবং যারা এর মাস্টারমাইন্ড তাদের সাহস বেড়ে যাবে।
নারীশক্তির কথা বলা হয়েছে, নারীর ইজ্জত ও আব্রু রক্ষার কথা বলা হয়েছে, কিন্তু এই নীতির ফলে এখন দ্বিমুখী চেহারা প্রকাশ হয়ে পড়ল। সিবিআই আদালত এবং মুম্বই হাইকোর্ট বিলকিসের মামলায় অপরাধীদের সাজা বহাল রাখে। সুপ্রিম কোর্ট মুক্তি দেওয়ার ঠিক আগে রাজ্য সরকারকে কেবল চিন্তা করতে বলেন। কিন্তু গুজরাট সরকার অপরাধীদের রেহাই দিয়ে দিল। যদি গণতন্ত্র ও আইনের অনুশাসনকে বজায় রাখতে হয় তাহলে এই ফায়সালার পুনর্বিবেচনা করতে হবে।