মানবাধিকারকর্মী তিস্তা সিতালাবাদ, সাংবাদিক জুবাইয়ের সহ অন্যায় ভাবে গ্রেপ্তারকৃত সকলের মুক্তির দাবিতে কলকাতায় জামাআতে ইসলামী হিন্দের প্রতিবাদ মিছিল। উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের আমীরে হালকা মাওলানা আব্দুর রফিক সাহেব, মানবাধিকারকর্মী বন্দী মুক্তির ছোটন দাস, এপিসিআর এর আব্দুস সামাদ, সরল সিং বচন, কলকাতা খিলাফত কমিটির নাসির আহমেদ, সদ্ভবনা মঞ্চের সেখ তাহেরউদ্দিন সাহেব, জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সম্পাদক মসিউর রহমান, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সাদাব মাসুম সাহেব, সমাজসেবী জামিল মানজার, রাজ্য অফিস সেক্রেটারি সাবির আলি প্রমুখ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য পেশ করেন আমীরে হালকা মাওলানা আব্দুর রফিক সাহেব। তিনি বলেন, দেশের সরকার খুবই পরিকল্পিতভাবে দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষায় নিয়োজিত ব্যক্তিদের হেনস্থা করছে যা খুবই উদ্বেগজনক। তিস্তা সীতালাবাদ একজন প্রখ্যাত মানবাধিকার কর্মী। যিনি দীর্ঘ সময় ধরে গুজরাটের নরহত্যাতে দোষীদের শাস্তির দাবিতে লড়াই করছেন তাকে গ্রেপ্তার করে মোদী সরকার আসলে নাগরিকদের মৌলিক মানবাধিকার, আইনের শাসনের উপরে আঘাত করেছে। তিনি আরো বলেন, অবিলম্বে নিঃশর্ত ভাবে তিস্তা সিতালাবাদকে মুক্তি দিতে হবে। মাওলানা আব্দুর রফিক সাহেব বলেন, সাংবাদিক মহাম্মদ জুবায়েরকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশ তাদের ফ্যাসিবাদী মানসিকতার পরিচয় দিয়েছে। কারণ নুপুর শর্মা, নবীন কুমার জিন্দাল যারা গোটা দেশকে আন্তর্জাতিক ভাবে অপমানের মুখে দাঁড় করিয়েছে, দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের গ্রেপ্তার করা হয়নি।
আব্দুর রফিক সাহেব জানান, আমরা গোটা দেশজুড়ে সমস্ত মানবাধিকার কর্মী ও অন্যায়ভাবে গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি চাইছি। এছাড়াও বক্তব্য রাখেন বন্দী মুক্তির ছোটন দাস, কলকাতা খিলাফত কমিটির নাসির আহমেদ প্রমুখ।