জামায়াতে ইসলামী হিন্দের সর্বভারতীয় সহ সভাপতি উদ্বোধন করলেন নতুনভাবে সেজে ওঠা জামাআতের রাজ্যের ওয়েবসাইট

কোলকাতা, ১৭ই ডিসেম্বর:

জামাআতে ইসলামী হিন্দের সর্বভারতীয় সহ সভাপতি সেলিম ইঞ্জিনিয়ার উদ্বোধন করলেন নবরূপে সেজে ওঠা পশ্চিমবঙ্গ জোনের ওয়েবসাইট https://jihwb.org

জামা‌আতের ওয়েবসাইট উদ্বোধন করে সেলিম ইঞ্জিনিয়ার সাহেব বলেন জামা‌আতের ৭৫ বছরপূর্তি উপলক্ষ্যে তাদের বিভিন্ন কর্মসূচি জনসমক্ষে নিয়ে আসবে এই ওয়েবসাইটের মাধ্যমে। প্রসঙ্গত, আগামী ১৪ই এপ্রিল, ২০২৩ জামা‌আতে ইসলামী হিন্দ ৭৫ বছর পূর্ণ করবে। স্বাধীনতার পর থেকে নিরবচ্ছিন্ন ভাব জামাআতে ইসলামী হিন্দ আন্তঃধর্মীয় ঐক্য প্রতিষ্ঠার কাজ করে এসেছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া সমাজের জন্য কাজ করে চলেছে এই সংগঠনটি। সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে সুবিচার প্রতিষ্ঠার কাজ করে এসেছে জামা‌আত। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ জোনের জামাআতে ইসলামী হিন্দের সভাপতি মাওলানা আব্দুর রফিক সাহেব, সাপ্তাহিক মীযান পত্রিকার সম্পাদক ডা. মশিহুর রহমান, রাজ্যের শিক্ষা সহকারী সম্পাদক আব্দুল আজিজসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

আরো পড়ুন

কার্যকলাপ

বিস্তারিত পড়ুন

পলিসি

বিস্তারিত পড়ুন

রেজুলেশন

বিস্তারিত পড়ুন

আরো পড়ুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানালেন জামাআতে ইসলামী হিন্দের সর্বভারতীয় সভাপতি সাইয়েদ সা’দাতুল্লাহ হোসায়েনি। দীর্ঘ ১৫ মাস পর হামাসের সঙ্গে ইসরাইলের চুক্তি প্রসঙ্গে

দেশ তথা জাতির উন্নয়নে কর্মীদের সদার্থক ভূমিকা পালনের লক্ষ্যে মালদায় জামাআতে ইসলামী হিন্দের কর্মী প্রশিক্ষন শিবির ২০/০৮/২০২৩ : দেশ তথা জাতি উন্নয়নের ক্ষেত্রে দক্ষ

Ref: jihwb-med/23 Date: 09/07/23   প্রেস বিজ্ঞপ্তি   রাজ্যজুড়ে সহিংসতা রুখতে প্রশাসনকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জামাআতের।   পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে