“এসো কুরআনে দিকে” আহ্বান জানিয়ে বীরভূম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো।

বীরভূম জেলার নলহাটির থানার লোহাপুরে তৃতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত ৬-৭ নভেম্বর। রাজ্য ইসলামী সমাজ বিভাগের সম্পাদক মাওলানা তাহেরুল হক সাহেবের পবিত্র কুরআনের আলোচনা দিয়ে দুইদিনের সম্মেলনের সূচনা হয়। প্রারম্ভিক ভাষণ প্রদান করেন জেলা নাজিম মাস্টার আসগর আলী সাহেব। তিনি আগত অতিথি ও ডেলিগেটদের স্বাগত জানান। নাজিমে ইজতেমার কথা পেশ করেন লোহাপুর অঞ্চল নাজিম মজিবুর রহমান সাহেব।
সম্মেলনের প্রথমদিনের অধিবেশনে বিভিন্ন বিষয়ের উপরে অতিথিবৃন্দ আলোচনা পেশ করেন। “বর্তমান পরিস্থিতি, নবী (সাঃ) দের আন্দোলন ও আমাদের করণীয়” সম্পর্কে আলোকপাত করেন আমীরে হালকা মাওলানা আব্দুর রফিক সাহেব। “কুরআনের আহ্বান সমস্ত মানুষের কাছে পৌঁছানোর পথ ও পন্থা” সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেন রাজ্য এইচ.আর. ডি সম্পাদক সেখ নাসিম আলি সাহেব। “দাওয়াতী কাজের গুরুত্ব ও মুসলিম সমাজের অবস্থা” এই বিষয়ে বক্তব্য রাখেন রাজ্য দাওয়াহ সম্পাদক সাদাব মাসুম সাহেব। ” নারী সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় আল কুরআন” এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন উত্তরবঙ্গ মহিলা সম্পাদিকা নাঈমা আনসারী সাহেবা। “সমাজ গঠনে ছাত্র – যুবদের ভূমিকা” বিষয়ে আলোচনা পেশ করেন রাজ্য যুব কমিটির সদস্য ও মুর্শিদাবাদ জেলার সহকারী জেলা নাজিম আব্দুল্লাহিল কাফি সাহেব।
“বিজ্ঞান ও গবেষণায় আল কুরআনের অবদান” বিষয়ে ভিন্ন ব্যাখ্যা তুলে ধরেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও AIITA র কেন্দ্রীয় সম্পাদক অধ্যাপক ড: আয়াতুল্লাহ ফারুক সাহেব।
দ্বিতীয় দিন তেলাওয়াতে কালাম পাক দিয়ে সম্মেলন শুরু হয়। তেলাওয়াত পেশ করেন এস. আই.ওর প্রাক্তন জেলা সভাপতি মাওলানা আব্দুর রহিম সাহেব।
তাজকিয়া ও তাতহিরে কালব ও মিল্লাতের ঐক্য ও সুরক্ষা এই দুটি বিষয়ে আলোচনা করেন রাজ্য তারবিয়াহ সম্পাদক এ. এফ.এম খালিদ সাহেব। “ইসলামফোবিয়া ও আমাদের করণীয়” বিষয়ে একটু সিম্পোজিয়াম পরিচালিত হয়।
“মুসলিম মিল্লাতের দায়িত্ব ও কর্তব্য ” বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মিল্লাতের দায়িত্বশীল ও মিল্লী নেতৃবৃন্দ আলোচনা রাখেন। পরিপূরক বক্তব্য রাখেন আমীরে হালকা মাওলানা আব্দুর রফিক সাহেব।
প্রথমদিনের বিকাল থেকে সন্ধার পর পর্যন্ত প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রকাশ্য সভায় উপচেপড়া ভীড় লক্ষ্য করা যায়। রাত্রে তামাদ্দুন ও অনন্য শিল্পী গোষ্ঠীর দ্বারা পরিচালিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাদিকুর রহমান ও আব্দুল কাফি ভাইয়ের গানের সুরে আন্দোলিত হয় সম্মেলন। সম্মেলনের ব্যবস্থাপনা ও প্রতিনিধিদের উপস্থিতি খুবই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ্।

আরো পড়ুন

কার্যকলাপ

বিস্তারিত পড়ুন

পলিসি

বিস্তারিত পড়ুন

রেজুলেশন

বিস্তারিত পড়ুন

আরো পড়ুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানালেন জামাআতে ইসলামী হিন্দের সর্বভারতীয় সভাপতি সাইয়েদ সা’দাতুল্লাহ হোসায়েনি। দীর্ঘ ১৫ মাস পর হামাসের সঙ্গে ইসরাইলের চুক্তি প্রসঙ্গে

দেশ তথা জাতির উন্নয়নে কর্মীদের সদার্থক ভূমিকা পালনের লক্ষ্যে মালদায় জামাআতে ইসলামী হিন্দের কর্মী প্রশিক্ষন শিবির ২০/০৮/২০২৩ : দেশ তথা জাতি উন্নয়নের ক্ষেত্রে দক্ষ

Ref: jihwb-med/23 Date: 09/07/23   প্রেস বিজ্ঞপ্তি   রাজ্যজুড়ে সহিংসতা রুখতে প্রশাসনকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জামাআতের।   পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে